ধলই ইউনিয়নে মাওলানা মোনাফ শাহ (রা.) মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২৭ অপরাহ্ণ

হাটহাজারীর কাটিরহাটের ২নং ধলই ইউনিয়নের হযরত মাওলানা মোনাফ শাহ (রা.) মসজিদ ও মাজারের নবনির্মিত ভিত্তি প্রস্তর স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান নুরুল ইসলাম তালুকদার। মাওলানা মোনাফ শাহ মাজার পরিচালনা পরিষদের সভাপতি গোলাম রসুল চৌধুরী মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজাহান শাহ (রা.) মাজার পরিচালনা পরিষদের সভাপতি এজাহার মিয়া চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, শাহজাহান শাহ মাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আলম, কোয়েশ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শরীফ অব মশিদ্দৌলা, রাজনীতিবিদ জোবায়ের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে এবিএফের রান্না করা খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধবর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ