পদ্মা অয়েল এমপ্লয়িজ ইউনিয়নের জয়লাভ

৫ বছর পর সিবিএ নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২৭ অপরাহ্ণ

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএ নির্বাচন। এতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচিত হয়েছে। গতকাল বুধবার শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার প্রতীকে মো. জসিম উদ্দিন ও শেখ আইয়ুব হোসেন নেতৃত্বাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং বি-২১৯৫) ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে মমতাজুল ইসলাম ও নাছির উদ্দিন নেতৃত্বাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি নং বি-২১১৬) পেয়েছে ২৭২ ভোট। অন্যদিকে হারিকেন প্রতীকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বি-২০১৯) পেয়েছে ৭ ভোট। সারাদেশে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিভিন্ন স্থাপনায় ১৭ কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ছিল ৫৬৫ জন। বিজয়ী পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন আজাদীকে বলেন, ২০১৫ সালের ৩১ জুলাই পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড সিবিএর মেয়াদ উত্তীর্ণ হয়। বিগত সিবিএর দায়িত্বশীলরা নির্বাচন দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন আদালতে ৭-৮টি মামলা দায়ের করে। আপিল বিভাগে সর্বশেষ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর শ্রম অধিদপ্তর নির্বাচনের তফসিল ঘোষণা করে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আমরা জয়ী হয়েছি। এখন আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মনযোগী হবো। এ ব্যাপারে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম মিজানুর রহমান আজাদীকে বলেন, দেশের ১৭টি কেন্দ্রে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলো কেন্দ্রের ফলাফল পেতে বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এরপরই আমরা চূড়ান্ত ফল ঘোষণা করেছি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধদুস্থদের মাঝে এবিএফের রান্না করা খাবার বিতরণ