কল্পলোক আবাসিক প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মতিউর রহমানকে সভাপতি ও সফিকুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া খোরশেদুল আলম, ইকবাল চৌধুরী রাসেল ও গোলাম রহমান মঞ্জুকে সহ-সভাপতি, মো. মামুনকে যুগ্ম সাধারণ সম্পাদক, জসিম উদ্দীন সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক, সফিউল আলমকে অর্থ সম্পাদক, আবদুর রহিমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবদুল মান্নানকে দপ্তর সম্পাদক, মো. সরওয়ার উদ্দীনকে ক্রীড়া সম্পাদক, ডা. জামশেদুল আলমকে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক, নাছির উদ্দীন লিটনকে সাংস্কৃতিক সম্পাদক এবং নাহিদ আক্তার রুমীকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে। কমিটিতে আবুল বসর, মো. আবদুল গফুর, মো. আলী আয়মান, মো. এনাম, মো. রাশেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. হারুনসহ ৭ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












