বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার ইউনাইটেড বাঁশখালী (বাঁশখালী পুলিশ পরিবার) এর পক্ষে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ পিবিআই এ কর্মরত ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুলিশের সদস্যদের অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। এ সময় অন্যদের মাঝে বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী, নায়েক মোহাম্মদ নুরুল আমিন, কনেস্টবল কফিল উদ্দীন, নায়েক আমির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।












