ইউরোপীয় ইউনিয়ন তাদের অন্তর্ভুক্ত দেশগুলোকে যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের পর ৪০টি দেশ যখন যুক্তরাজ্য ভ্রমণ বাতিল করেছে, তখন ইইউর রাষ্ট্রদূতরা ভ্রমণে নতুন পলিসি তৈরির চেষ্টা করছেন। ইইউর ২৭ সদস্য দেশ যুক্তরাজ্যের সঙ্গে তাদের বিধিনিষেধ সমন্বয়ের চেষ্টা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।
তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণে তাদের নিজস্ব নিয়ম নির্ধারণে স্বাধীন এবং তাদের নিজস্ব নীতিতে চালিয়ে যেতে পারে। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য দুই দেশের চলাচল চালু করার একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।












