হাটহাজারীতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার পৌরসভার ফটিকা এলাকা থেকে এসব জায়গা উদ্ধার করা হয়।
এসময় ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, পৌরসভার ফটিকা মৌজার বিএস ১ নং খতিয়ান ১৩৭১৬ দাগের আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের সরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।