বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বোয়ালখালী উপজেলা শাখা। গত রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাশিস বোয়ালখালী শাখার সভাপতি মো. আলী। সঞ্চালনা করেন সাধারণ সমপাদক মাহমুদুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, উপজেলা শিক্ষা অফিসার অজান্তা ইসলাম, প্রধান শিক্ষক কামরুল হাসান, তাপস চক্রবর্তী, তাপস ঘোষ, লিটন চৌধুরী, আবদুর রহীম, অরূপ কুমার পাল, কামাল উদ্দিন, দীপক কান্তি চৌধুরী, বাশিস বোয়ালখালী শাখার সাবেক সাধারণ সমপাদক আমীর হোসেন, নুরুল আনছার হামেদী, রাজু চন্দ্র চৌধুরী ও মো.ইব্রাহীম।