ডিবি পরিচয়ে রিকশা চালকের সঙ্গে প্রতারণা

যুবককে ধরিয়ে দিল জনতা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে রিকশা চালকের কাছ থেকে মোবাইল ফোন-টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে এক যুবককে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ জনতা। গত মঙ্গলবার রাতে নন্দনকানন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. ইমরান ওরফে গিয়াস উদ্দিন (৩২) রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান দোভাষী বাজার এলাকার নাছিম খানের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, গত ১০ ডিসেম্বর ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে রফিকুল ইসলাম নামে এক চালকের রিকশায় উঠেন ইমরান। তিনপোলের মাথা থেকে সিনেমা প্যালেসে যাওয়ার কথা বলেন তিনি। প্রায় চার ঘণ্টা ঘুরে ভাড়া না দিয়ে সটকে পড়েন ইমরান। এরপর থেকে রিকশা চালক রফিকুল নগরীর বিভিন্ন এলাকায় ইমরানকে খুঁজে বেড়ান।
মঙ্গলবার রাতে নন্দনকানন এলাকায় ইমরানকে দেখেন রফিকুল। এসময় পথচারীদের সহায়তায় তাকে আটকে ফেলা হয়। পরে ক্ষুদ্ধ জনতা মারধর শুরু করলে পুলিশ গিয়ে ইমরানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন রফিকুল।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ইমরান জানান, রাতের অন্ধকারে তিনি পুলিশ সেজে বের হতেন। ডিবি পরিচয়ে রিকশা ভাড়া করে ঘুরতেন। পরে চালককে ভাড়া না দিয়ে উল্টো তার
মোবাইল ফোন-টাকা হাতিয়ে নিতেন। ওসি মহসীন বলেন, প্রতারণার এমন কৌশল আমরা আগে শুনিনি।

পূর্ববর্তী নিবন্ধলামায় বিএনপি ও জাপা প্রার্থীর নামে আছে মামলা
পরবর্তী নিবন্ধহাত ধোয়ায় পরামর্শক খরচ ৫৪ কোটি টাকা