মানি লন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেফতার সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করতে আটটি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার দুদকের তদন্ত কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। আদালতের অনুমতি নিয়েই এ চিঠি পাঠানো হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে। চিঠিতে সাংসদ পাপুল, তার স্ত্রী সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ব্যাংক হিসাব ফ্রিজ করতে আট ব্যাংকের এমডিকে নির্দেশনা দেয়ার অনুরোধ করা হয়েছে।
মানবপাচারের অভিযোগে সাংসদ পাপুলকে গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ।