সচিবালয়ের ন্যায় সকল দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-লিপিকার, সাঁট মুদ্রাক্ষরিক ও সমমানের পদসমূহের পদবী ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে দুই ঘণ্টার কলম বিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। চট্টগ্রামেও নির্বাচন অফিস থেকে শুরু করে সকল দপ্তরে দুই ঘণ্টার এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া এই কর্মসূচির আজ শেষ দিন। তবে এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৭ ডিসেম্বর থেকে দেশজুড়ে পূর্ণদিন কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।
পরিষদের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সচিবালয়ের ন্যায় প্রশাসনিক কর্মকর্তা-ব্যক্তিগত কর্মকর্তা নামকরণসহ অভিন্ন বেতন স্কেল ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদমর্যাদার দাবিতে আমরা আন্দোলন করছি। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলম বিরতি চলছে। আমাদের পদবী ও বেতন স্কেল পরিবর্তন না হলে ২৭ ডিসেম্বর থেকে পূর্ণদিন কর্মবিরতি পালন করবো।
ইতোমধ্যে চলমান কর্মসূচির কারণে সাধারণ মানুষকে সরকারি অফিসগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। এর মধ্যে বিভিন্ন সরকারি কর্মসূচির প্রতিটিতেই প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-লিপিকার, সাঁট মুদ্রাক্ষরিক ও সমমানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গতকাল পরিষদের কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, জাহেদ হোসেন খোকা, মো. ইসমাইল হোসেন, শেখ ফরিদ, শাহনেওয়াজ মামুন, রনধীর দাস, মো. মজিবুর রহমান, মো. সাইফুল ইসলাম প্রমুখ।