পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় চন্দনাইশে ৫টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৩৪ হাজার টাকা জরিমানা করেছে। গত সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।
এর মধ্যে মো. জসিম উদ্দীনকে ১০ হাজার টাকা, মো. সোলাইমানকে ১০ হাজার টাকা, মো. আলমগীরকে ২ হাজার টাকা, মো. জাহাঙ্গীর আলমকে ২ হাজার টাকা এবং বাগিচাহাট এলাকার মো. লোকমানকে ১০ হাজার টাকাসহ মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা জানান, পাটজাত বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।