আনোয়ারায় পৃথক অভিযানে বরুমচড়া ও বারখাইন ইউনিয়ন থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বরুমচড়ার পন্ডিতের বাড়ির মৃত আলী আহমদের ছেলে রুহুল আমিন (৫৮), বারখাইন ইউনিয়নের শিলাইগড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (৩৬) ও জসিম উদ্দিন (৫৪)। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।