ফটিকছড়ি জাফতনগরে অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর স্মরণসভা ও শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সালানা জলসা শাহজাদা সৈয়দ ফছিহুদ্দৌলার সভাপতিত্বে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সৈয়দ সাইফুদ্দৌলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন আল্লামা এনাম রেজা আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন আল্লামা মাহবুবুল আলম নুরে বাংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাজাদা সৈয়দ হাসানদ্দৌলা, জাফতনগর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, এতিম খানার সভাপতি কাজী মুহাম্মদ জানে আলম (বাবুল), আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা ছালেহ আহম্মদ আনসারী, এস এম নোমান, মাওলানা মহিবুল্লাহ আলবি (নক্সবন্দী)। মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী ও মাওলানা হাফেজ সৈয়দ আবদুল লতিফ চাটগামীর সঞ্চালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শাহাব উদ্দীন আল কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দীন রেজভী, মাওলানা হারুনুর রশিদ (নক্সবন্দী), ইসমাইল আল কাদেরী, মুফতি জসিম উদ্দীন, মাস্টার নুরুল আলম, মাওলানা শামসুল আরেফীন, শ্যামল বড়ুয়া, বোরহান উদ্দীন, জহিরুল ইসলাম, নিয়াজ আহমেদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) ছিলেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবী হাসিল করা যাবে। পরে মাওলানা আবদুল মান্নান মিলাদ, কেয়াম ও মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।