চন্দনাইশ প্রতিনিধি জানান, বাংলাদেশ কৃষক সমিতি চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার সাধারণ সম্পাদক মো. আজগর আলী (৭৮) গত শনিবার রাত দেড়টার দিকে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত রোববার বাদে আছর পূর্ব দোহাজারী শাহ মতিউর রহমান জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন, যুগ্ম মহাসচিব আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আবুল মনসুর দৌলতি, এমএ মাবুদ, জিএম শাহাদাত হোসেন মানিক প্রমুখ।