লায়ন্স ক্লাব অব চিটাগং সলিডারিটি ও লিও ক্লাব অব চিটাগং সলিডারিটির যৌথ উদ্যোগে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ক্লাব সভপতি লায়ন অনুপম কুমার পালের সভাপতিত্বে পাটানটুলী খান সাহেব বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দীন আহমেদ সিদ্দিকি।
আরো উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়াটার লায়ন আবু মোরশেদ, জিএসটি লায়ন শওকত আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিঞা, রিজিয়ন চেয়ারপারসন লায়ন নিজাম উদ্দিন মামুন, জোন চেয়ারপারসন লায়ন এরফান উদ্দিন খালেদ, জোন চেয়ারপারসন লায়ন মনোয়ারা বেগম, ক্লাব সেক্রেটারী লায়ন নিয়াজ আহমেদ খান, ট্রেজারার লায়ন নাছির উদ্দিন, লায়ন শরীয়ত উল্লাহ মানিক, লায়ন শাহানা আফরোজ, লিও সাদ, লিও দিহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব প্রাক্তন সভাপতি লায়ন গাউছুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।