নগরীর বন্দর হাসপাতালের সামনে থেকে মোটর সাইকেল চুরি করার সময় মো. বাবর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার সকালে তাকে আটক করে নগর গোয়েন্দা (বন্দর) পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর প্রবাল সিনহা আজাদীকে বলেন, হাসপাতালের পার্কিংয়ের সামনে থেকে একটি বাজাজ ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।