হাটহাজারীতে পাহাড়ের কাটা অংশ ঢাকতে কলা গাছ রোপণ!

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে নির্বিচারে পাহাড় কেটে তা লুকানোর জন্য কলা গাছ রোপণ করে দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে তাতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে এম এম আগা লি. এর উত্তর পাশে লাগানো টিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, পাহাড় কর্তন করার সংবাদ অবহিত হয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুষ্কৃতিকারীরা পাহাড় কেটে কাটা অংশ ঢাকতে কলা গাছ রোপণ করে দিয়েছে। ভ্রাম্যমাণ আদালত দেখতে পেয়ে স্কেভেটর রেখে চালক পালিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে স্কেভেটর ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিমানের মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ব্যাংকের নাইটগার্ডকে কোপালো দুর্বৃত্তরা