যুক্তরাজ্যের ফ্লাইট পরিস্থিতি ‘পর্যবেক্ষণ করছে’ সরকার

আটকে পড়া মধ্যপ্রাচ্যের যাত্রীদের টিকিট ফি ছাড়াই রি-ইস্যু

| বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের একটি নতুন ধরন ছড়াতে থাকায় ভারতসহ বিভিন্ন দেশ আকাশপথে যোগাযোগ বন্ধের ঘোষণা দিলেও বাংলাদেশ এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বিষয়টির ওপর তীক্ষ্ণ নজর রাখছি। সময় মত সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। খবর বিডিনিউজের।
গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ‘অত্যন্ত সংক্রামক’ ওই নতুন ধরনটির সন্ধান মেলে, যা এখন লন্ডনসহ ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসের ওই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও পৌঁছে গেছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় প্রতিবেশীসহ ৪০টির বেশি দেশ যুক্তরাজ্যের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ এখনো কোনো দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ করেনি জানিয়ে তিনি বলেন, কিছু দেশ যেহেতু এক্সেস দিচ্ছে না, সে কারণে আমাদের বিমান যেতে পারছে না। আমরা মধ্যপ্রাচ্যে (ফ্লাইট) বন্ধ করিনি। তারা তাদেরটা বন্ধ করেছে বলে আমাদের বিমান যেতে পারছে না। সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়ায় বাংলাদেশি যাত্রীদের ভোগান্তি নিয়ে এক প্রশ্নে মহিবুল বলেন, বিভিন্ন দেশে যে সমস্ত ফ্লাইটগুলো বন্ধ হয়েছে, তাতে যাত্রীদের ভোগান্তি হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।
তিনি বলেন, আমরা যেটা করতে পারি, তাদের কোনো রকম ফি ছাড়াই, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা এই টিকিটটা রি-ইস্যু করে দেব। তখন তারা কোনো রকম বাড়তি পয়সা ছাড়াই আবার যেতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধআখতারুজ্জামান ফ্লাইওভারে ফের দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত রক্তের সম্পর্ক অটুট থাকবে আজীবন