চট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের জ্ঞাতার্থে

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ২০২০-২১ ক্রিকেট মৌসুমে নিম্নে বর্ণিত খেলোয়াড়দেরকে অনুশীলনের জন্য ডাকা হয়েছে। তাদেরকে খেলার সরঞ্জামাদিসহ আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার সকাল ৮ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রিকেট প্রশিক্ষক তারেক হোসেন খানের নিকট রিপোর্ট করার জন্য সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস অনুরোধ জানিয়েছেন।
অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়রা হলো : মো. ইমতিয়াজ, মো. ওমর কবির ওসমান, মো. সাজেদুল ইসলাম, শহিদুর রহমান শাওন, হৃদয় হোসেন, আব্দুর রহমান সায়েম, আরহাম ফায়াজ, সাজিদ আবদুল্লাহ, মো. সাকিব, ইশরাক আলম, ইশমাম আলম, রেজাউল কবির সাব্বির, মো. মিশকাত, আনান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফরহান বিল্লাহ সাজিদ, শিশির দাশ, মনিরুল ইসলাম, কাজী মো. জোবাইর, মকলেসুর রহমান, কাজী আবু ফাহাদ, তৌহিদুর রহমান, ফাহাদ বিন বখতিয়ার, অমিত বড়ুয়া, রাহুল ইফরান, রাইদ আহমেদ, সাইদ হাসান খান, আতিক বিন দেলোয়ার, মো. মুনতাকিম নাফিজ, মোজাহেদুল হক, মো. নাজমুল হক, মুবাশ্বির আহমেদ, আরশি হাসান মিহন, রেজাউল হোসেন, সাকিবুর রহমান, সাদী মোস্তাকিম সরকার, রিফাত আহমেদ, আনোয়ার হোসেন, আরফি হোসেন, মহিবুল্লাহ সাকিব, আরফাতুল ইসলাম, আবরার ইয়াসির, শিশির হোসেন, ইসরার আল তুরাবি, মো. শোয়েব চৌধুরী, তাজুল ইসলাম, মো. ইশরাক হোসেন, তানভীর উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের দুটি খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স একাডেমির জয়