পাঁচলাইশে ছুরিকাঘাতে ছিনতাই, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

পাঁচলাইশে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ ইদ্রিস(২২), ইমন বড়ুয়া(২৩), ইব্রাহিম বাপ্পি(২৭) ও মিজানুর রহমান রনি(২৭)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ দেড় হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে আসা আসিফুল হক চৌধুরী বাস থেকে নেমে হেঁটে নিজের বাসায় যাচ্ছিলেন। পথে শুলকবহর ইকবাল বোর্ডিং গলির পাশে আল আমিন হাউজিং সোসাইটির সামনে গেলে চার যুবক তার পথরোধ করে। এসময় তার সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ২৭ হাজার টাকা দামের একটি মোবাইল সেট, ৩০ হাজার টাকা দামের একটি ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, সোমবার সারাদিন নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা চোরাই মোবাইল কেনাবেচার সাথে সম্পৃক্ত। এরমধ্যে ইদ্রিস কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে বের হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবালের বিরুদ্ধে লিখিত অভিযোগ
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামে বিএনপির নতুন ইউনিট ‘উত্তর সাতকানিয়া’