সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে

ফতেপুরে মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ে ব্যারিস্টার আনিস

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৭ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি গতকাল রবিবার ফতেপুরে মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ১ কোটি ৩৫ লক্ষ টাকা নির্মাণকাজের উদ্বোধন করেছেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউনুছ গনি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, এডভোকেট মোহাম্মদ শামীম, ওসি রফিকুল ইসলাম, সাঈদা আলম, সৈয়দ মঞ্জুরুল আলম, মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, এম গাজী শফিউল আজিম, বজল হক, সাঈদুল হক সুমন, এম তৌফিক আহমেদ চৌধুরী, আবদুল্লাহ হারুন, কফিল উদ্দীন, হাসান লিটন, এরশাদ হোসেন, এম.এ খালেদ চৌধুরী, শাহেদুল আলম শিবলু, শওকতের আলম, মোহাম্মদ হাসান, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, সালাউদ্দীন খোরশেদ, মেহফুজ আলম, শিক্ষক মোহাম্মদ মহসিন, শিক্ষক মোহাম্মদ আলী, শিক্ষিকা চিনু পাল, ফেরদৌস, রাসেল মনি, এরশাদ হোসেন সাদি। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ধাপে সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে