পোর্ট কানেক্টিং-ডিটি রোডে অবৈধ পার্কিং উচ্ছেদ

১৩ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন পোর্ট কানেক্টিং ও ডবলমুরিং থানাধীন ডিটি রোডসহ ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে গতকাল রোববার সকালে এক অভিযানে এই দুটি রোড ও ফুটপাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৩৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
পরবর্তী নিবন্ধশিক্ষকরা আলোকিত মানুষ বিনির্মাণের কারিগর