গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনিতে আফসানা আক্তার স্মৃতি (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামী শাহাদাত হোসেন রুবেলের দাবি ঘরের দরজা বন্ধ করে স্মৃতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজাদীকে জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। কারণ ঘটনা ঘটেছে ১৮ ডিসেম্বর। আমরা খবর পেয়েছি ১৯ ডিসেম্বর। তখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গভীর রাতে তার মৃত্যু হয়। মেয়ে পক্ষের কোনো লিখিত অভিযোগ এখনো আমরা পাইনি। তাই ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।
ওসি জহির হোসেন আরো বলেন, স্মৃতির স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাড়ি সন্দ্বীপে। বিশ্বকলোনিতে তারা থাকেন। যতদূর জেনেছি, ১৮ ডিসেম্বর অভিমান করে স্মৃতি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার স্বামী ও শ্বশুরপক্ষের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ১৯ ডিসেম্বর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, কেন আত্মহত্যা করার মতো পরিস্থিতি সৃষ্টি হলো তা আমরা খতিয়ে দেখছি। আর ময়না তদন্তে যদি হত্যার আলামত আসে তবে মামলা হবে। স্মৃতির পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা স্মৃতির দাফন কাজে ব্যস্ত। তাই আজ (২০ ডিসেম্বর) পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।

পূর্ববর্তী নিবন্ধ‘চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এখানে আঞ্চলিকতার বিষয় নেই’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ২৫০ কোটি মানুষের বাজারের প্রবেশদ্বার