দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড: সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ প্রমুখ। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক এস এম আল মামুনের নেতৃত্বে শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে রাত ১২-০১ মিনিটে শহীদদের স্মরণে দক্ষিণ কাট্টলীস্থ ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. জিতেন চন্দ্রশীল, প্রবাল ভট্টাচার্য, ইকবাল হোসেন, সভাপতি ইদ্রিস আলম, সহ-সভাপতি আজাদ খান, মোঃ মোরশেদ, হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. জমির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন সিয়াম, নির্বাহী সদস্য বাবলু দেবনাথ, আলমগীর হোসেন, মো. সোহেল, আব্দুল আলিম সানি, মো. মোস্তাফিজ, নয়ন সরকার প্রমুখ।


কাঞ্চনাবাদ ইউনিয়ন: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রওশনহাটস্থ কাঞ্চনাবাদ ইউনিয়ন কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মোহাম্মদ আবু বক্কর, স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ কাঞ্চনাবাদ ইউনিয়নের সভাপতি অধ্যাপক ইকরামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ
মহান বিজয় দিবসে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত কাউন্সিল পদপ্রার্থী ছালেহ আহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র‌্যালি ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোসেন, আব্দুল কাদের, আলমগীর আলম, আব্দুল হালিম, কামরুল ইসলাম রাশেদ, এস এম মহিউদ্দিন, আনসারুল হক, জামাল উদ্দিন, লোকমান, লোকমান, জাবেদ হোসেন, ওয়াহিদুল আলম চৌধুরী, মাইনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, শাকিল হারুন, মুছা আলম, ফোরকান, লোকমান প্রমুখ।


দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ : ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের এক আলোচনা সভা ১৬ ডিসেম্বর ময়দার মিলস্থ দলীয় কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরুর সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদের সঞ্চালনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী ছিদ্দিক আলম। উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাকিম বি কম, এস এম কামাল উদ্দীন, শফিউল আলম, শাহীন আক্তার রোজী, ইসমাইল কোম্পানি, জি এম জাহেদ, ইসমাইল চৌধুরী সেলিম প্রমুখ।

আনোয়ারা ইসলামী ফ্রন্ট: আনোয়ারা প্রতিনিধি জানান, মহন বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখা ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা গত বুধবার চাতরী চৌমুহনী বাজারে ইসলামী ফ্রন্টের সাবেক সহ-সভাপতি হাফেজ আবদুর রহিম’র সভাপতিত্বে ও যুবসেনা পূর্ব পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি কাজী বদরুজ্জামান নঈমী।

চান্দগাঁও থানা ছাত্রদল
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে বিজয় র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান ১৬ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মনসুর আলম। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নওশেদ আল জাশেদুর রহমান প্রমুখ।

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন: মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরণ অনুষ্ঠান ১৬ ডিসেম্বর নগরীর সিআরবিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ জালাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। সংগঠনের সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের এডমিন সাইদা আক্তার বৃষ্টি, আফসানা আকতার, ম. তোফায়েল আহমেদ, জাহেদ খান, রেহমান জামান রাকিব প্রমুখ।

যুদ্ধকালীন ন্যাপ-সিপিবি গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিষ্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড, চট্টগ্রাম কর্তৃক নির্মিত পটিয়া কেলিশহরস্থ বিজয় মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনায় অংশগ্রহণ করেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার উদয়ন নাগ, বীর মুক্তিযোদ্ধা পুলক দাশ, বীর মুক্তিযোদ্ধা তপন দস্তীদার, বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ বড়ুয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মৃদুল কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রঞ্জন সিংহ, বীর মুক্তিযোদ্ধা মো. কায়েস, বীর মুক্তিযোদ্ধা প্রবাল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক প্রমুখ।

এইচপিএফ : গত ১৬ ডিসেম্বর এইচপিএফ’র উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী হৃদয় দে, রিক্ত দত্ত, সৌম্য দে উৎসব, অন্তু দে, জয় দাশ, প্রান্ত দাশ প্রমুখ।

জাফর আহমদ চৌধুরী কলেজ: উত্তর সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী কলেজের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার পূর্বে শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষকবৃন্দ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলু মণি শর্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অ্যাড. আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী। মুন্সি আব্দুর রব সৌরভের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক স্বপন কান্তি সেনগুপ্ত, অধ্যাপক অজিত কান্তি দাশ, অধ্যাপক সবুজ কান্তি দে, অধ্যাপক মো. হারুনর রশিদ, অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক রানা দাশগুপ্ত, অধ্যাপক আবুল বশর চৌধুরী, অধ্যাপক রাবিয়া সোলতানা প্রমুখ।

বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি: বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা আরেফিন রিয়াদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম কামাল উদ্দীন, দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুণ, পৌরসভা বিএনপি সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

২৮ নং পাঠানটুলী ওয়ার্ড: ২৮নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল আবদুল কাদের।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুজিবাদর্শে প্রাণিত হই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, জয় বাংলা আমার গর্ব, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের আদর্শ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, শুভাশীষ নাথ, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধারা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প
পরবর্তী নিবন্ধরেমিটেন্সের কারণে দেশ এগিয়ে যাচ্ছে