৩৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল ফটিকছড়ি পৌরসভা

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:০৮ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি পৌরসভা। গত বৃহস্পতিবার ফটিকছড়ি পৌরসভা কার্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। এসময় ফটিকছড়ি পৌর এলাকার ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতিনিধির নিকট সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাশ্চাত্য সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস ছিল প্রাচ্য
পরবর্তী নিবন্ধবিজয়