প্রতি বছর ১ ডিসেম্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়। ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমান বিশ্বে এইডস একটি সমস্যা। বিভিন্ন দেশের জনসংখ্যার একটি অংশ বিশেষ করে তরুণ সম্প্রদায় মূলত এই প্রাণঘাতী রোগের সংক্রমণের শিকার। এইডস নতুন শতাব্দীতে বিশ্ব সম্প্রদায়ের সামনে বড় চ্যালেঞ্জ। জানা যায়, বাংলাদেশে বর্তমানে এইডস আক্রান্তদের সংখ্যা দশ হাজারেরও অধিক। বিশ্বে এখন সেকেন্ডে ১ জন এইডস রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সমকামিতাসহ অবাধ যৌনাচার এইডসের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে যদিও এখনো এইডস ভয়াবহ আকার ধারণ করেনি। কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এইডস এখন গোটা মানবজাতির জন্য এক হুমকিস্বরূপ। এইডস প্রতিরোধে সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। এইডস প্রতিরোধ নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং হচ্ছে। কিন্তু বলিষ্ঠ কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। তাই, এইডস রোগীদের সহজে অল্প দামে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তির ব্যবস্থা করে প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।