৯৯৯ নম্বরে ফোন পেয়ে কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের উপর থেকে পথ হারানো চার যুবককে উদ্ধার করেছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। গতকাল শনিবার সন্ধ্যার আগে তাদের উদ্ধার করে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে হেলিকপ্টারটি।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে আজমিরুজ্জামান জানান, কক্সবাজারের বাসিন্দা চার যুবক মিসবাহ উদ্দিন, অভিক পাল, রাফসান ও আবির সাহা সকালে পাহাড় দিয়ে হিমছড়ি যাওয়ার পরিকল্পনা করে। আট-নয়টি পাহাড় ডিঙিয়ে পথ হারিয়ে ফেলে তারা। পরে তারা ৯৯৯ এ ফোন করে। বিষয়টি বিমানবাহিনীকেও অবহিত করা হয়। তারা পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে চার যুবককে উদ্ধারে অভিযান শুরু করে।
ওসি আরও জানান, নিখোঁজ যুবকদের সাথে ফোনে আলাপ করে তাদের অবস্থান নিশ্চিত করতে একটি লাল টি-শার্ট গাছের উপর ঝুলিয়ে রাখতে বলা হয়। পরে ওই লাল কাপড় দেখে রশি ফেলে বিমান বাহিনীর হেলিকপ্টারটি তাদের উদ্ধার করে।