‘কোথাও কেউ নেই’ নাটকের বদি চরিত্রে অভিনয় করেছিলেন আবদুল কাদের। সেই বদি যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে এক কঠিন সময় পার করছেন তখন তার খোঁজ নিলেন সেই নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বাকের ভাই’ খ্যাত আসাদুজ্জামান নূর। ফোন করে একসময়ের সহশিল্পীকে সাহস জুগিয়েছেন তিনি। অনেকদিন ধরেই হাসপাতালে নীরব ছিলেন কাদের। খুব একটা কথা বলছিলেন না। সেই নীরবতা ভাঙলেন আসাদুজ্জামান নূর। চেন্নাই থেকে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান নূর তার শ্বশুরকে বলেছেন, তিনি ঢাকায় এলে আবার সুস্থ হয়ে উঠবেন। তারা সব সময় তার পাশে আছেন। তার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রাখা হবে।