সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সেকান্দার মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মো. শাহাজাহান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সকালে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে অশালীন ও মানহানিকর পোস্ট করেন সেকান্দর মাহমুদ। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, মামলার পর থেকে আসামি পলাতক রয়েছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।