ধোপাছড়িকে পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে

উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৭ অপরাহ্ণ

চন্দনাইশের দুর্গম ইউনিয়ন ধোপাছড়িতে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। একইদিন তিনি ধোপাছড়িবাসীর বহুল প্রত্যাশিত খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়ক উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন। গত বুধবার দুপুরে তিনি গাড়িযোগে ওই সড়ক দিয়ে ধোপাছড়ি পৌঁছে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়, নদী ও খাল পরিবেষ্টিত ধোপাছড়িকে পর্যটন জোন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এজন্য কোটি কোটি টাকা ব্যয়ে শঙ্খনদী ভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধ স্থাপন, বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় ধোপাছড়িবাসী এখন সড়ক পথে আধাঘণ্টার মধ্যেই উপজেলা সদরে যাওয়া আসা করতে পারছেন। বর্তমান সরকারের আমলে উন্নয়নের যে দ্বারা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। সমাবেশে সভাপতিত্ব করেন ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. মোরশেদুল আলম। মাস্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আ. লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ. লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আলোচনা
পরবর্তী নিবন্ধদেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না