বৈশ্বিক মহামারিতে বর্তমান প্রেক্ষাপট

সরওয়ার আরমান | শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২৩ অপরাহ্ণ

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র, উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তি, কাঁড়ি কাঁড়ি টাকা, যশ, খ্যাতি, প্রতিপত্তি, লোভ, লালসা এগুলোকে হার মানিয়েছে করোনা ভাইরাস। জানান দিয়েছে সংশোধন হওয়ার। কোভিড-১৯ এর কঠিন সময়ে এই মহামারীকে ঘিরে ত্রাণ-সাহায্য, চিকিৎসা সেবা, রিপোর্টে ভুল তথ্য, এন ৯৫ মাস্ক জালিয়াতিসহ দেশে কি রকম তামাশা হয়েছে তা সবার দৃষ্টিগোচর হয়েছে। স্বাধীন বাংলাদেশে আজ যারা অর্থ প্রাচুর্যের পাহাড় গড়েছে তাদের অবহেলার কারণে বিনা চিকিৎসায় গরীব দুঃখী মেহনতী অসহায় মানুষকে দারিদ্র্যতার সাথে হার মেনে নিজের অনিচ্ছা সত্ত্বেও মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে। দ্রুত বিচার আইনে এসব কুলাঙ্গারদের শাস্তি এখনো হয়নি যার দরুণ অন্যায় দুর্নীতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের শিক্ষা-সংস্কৃতির কার্যক্রম চলছে। দিন রাত নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশের কিছু সাহসী যোদ্ধারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বৈশ্বিক মহামারি প্রতিহত করতে লড়াই করে যাচ্ছে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতে। তাদের এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

পূর্ববর্তী নিবন্ধধূমপান মুক্ত জীবন হোক অঙ্গীকার
পরবর্তী নিবন্ধমানুষের জীবন অতি ছোট, পালাবার কোন পথ নেই