আমার মনে হয়, আমরা যারা শিল্পী আছি, তাদেরও একটা দায় আছে। চট্টগ্রামের কেন্দ্রের দায়িত্বে যারা আছেন, তারা এবং আমরা শিল্পীরা যৌথ প্রয়াসে এটিকে একটা স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারবো। তবে আমরা স্বপ্নের পথেই হাঁটছি বলেই আমার মনে হয়। অনুষ্ঠানের মানের জায়গাটায় একটা চেষ্টা ইদানিং আমরা লক্ষ্য করছি। বিশেষ করে প্রযোজক যারা আছেন, তারা অনুষ্ঠানগুলোকে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করছেন। কিন্তু ঢাকার মতো সেই লজিস্টিক সাপোর্ট যেহেতু নেই, সেহেতু তারা ইচ্ছে থাকা সত্বেও ঢাকার মতো করতে পারেন না। কিন্তু যারা কাজ করছেন, তারা আন্তরিকতার সাথে কাজ করবার চেষ্টা করছেন। শিল্পীরা যদি একটু সচেতন হয়ে অনুষ্ঠানে যায়, সেক্ষেত্রে অনুষ্ঠানের মানটা আরো ভালো হয়। আমি দশটা অনুষ্ঠান না করে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে পাঁচটা অনুষ্ঠান করি। কেননা, অনুষ্ঠানের মান খারাপ হলে শিল্পীরাও কিন্তু দায় এড়াতে পারেন না।