হাটহাজারীতে ইফতেখার আলম জীবন (৩৬) নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা সমিতির হাট থেকে তাকে আটক করে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের (সিপিসি) সদস্যরা। জীবন ওই এলাকার ফরিদুল আলমের পুত্র।
র্যাব-৭ জানায়, আটক জীবনের বিরুদ্ধে র্যাব পরিচয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তিনি পাওনা টাকা আদায় এবং আসামি ধরার নামে হাটহাজারী পৌর এলাকার ফটিকা গ্রামের মোহাম্মদ ওসমান ও একই গ্রামের অভি দে রুবেলের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগকারী মোহাম্মদ ওসমান জানান, জীবন নিজেকে র্যাবের অফিসার পরিচয় দেয়ায় তিনি টাকা দেন। পরে তাকে ফোন দিলে তিনি অপারেশনে বাইরে রয়েছেন বা করোনায় বের হওয়া নিষেধ-এভাবে তালবাহানা করতে থাকে। র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক রহমান জানান, আটক জীবনকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।