সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এ সর্বস্তরের বিনিয়োগকারীদের বিও একাউন্টের নিরাপত্তা বিধান, গণহারে আইপিও অনুমোদন না দেওয়া, বন্ধ থাকা লোন একাউন্টে শেয়ার বেচাকেনার সুযোগ প্রদান এবং লোন একাউন্টে সুদের হার কমানোর দাবিতে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাং। স্মারকলিপিটি গ্রহণ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর এ জি এম মো. আরিফ আহমেদ। এসময় ইনভেস্টস’স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম মিলন, সদস্য সচিব রানা বিশ্বাস এবং সদস্য মো. ইদ্রিস। প্রেস বিজ্ঞপ্তি।