নগরীর খুলশী এলাকায় হেলে পড়া পাঁচ তলা ভবনটির মালিককে নোটিশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গতকাল সিডিএর একটি টিম সরেজমিনে পরিদর্শন করে পাশের একটি আট তলা ভবনের দিকে ভবনটির হেলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে এই নোটিশ প্রদান করে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ এবং সেখানে বসবাস না করার পরামর্শ প্রদান করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও জানানো হবে বলে উল্লেখ করেছে। নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের ভারতীয় দূতাবাসের কাছে মমতাকুঞ্জ নামে পাঁচ তলা ভবনটি পাশের আট তলা একটি ভবনের সাথে লেগে যায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে একটি টিম গতকাল ভবনটি পরিদর্শন করে। এসময় পাঁচ তলা ভবনটি পাশের আট তলা ভবনের দিকে হেলে থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরিদর্শন শেষে সিডিএর পক্ষ থেকে ভবন মালিককে অবিলম্বে সেখান থেকে সব ধরনের মানুষ এবং মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভবনটিতে বসবাস ঝুঁকিপূর্ণ বলে মালিককে সতর্ক করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বিষয়টি জানিয়ে দেয়া হবে উল্লেখ করা হয়েছে। ভবনটি উচ্ছেদসহ পরবর্তী পদক্ষেপ সিটি কর্পোরেশনই গ্রহণ করবে বলে সিডিএ সূত্র জানিয়েছে।