নগরীর হালিশহর ও বাকলিয়ায় লাইসেন্স নবায়ন না করে নিম্নমানের লবণ উৎপাদন ও ভেরিফিকেশন সনদ ছাড়া ওজন যন্ত্রের ব্যবহার করায় সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে এ মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকলিয়ার রাজাখালীতে মেসার্স হারুন সল্ট ক্রাশিং ফ্যাক্টরির বিরুদ্ধে লাইসেন্স নবায়ন ছাড়া নিম্নমানের আয়োডিনযুক্ত লবন উৎপাদন, বিক্রয়, বিতরণ ও সংরক্ষণ করার অপরাধে মামলা হয়েছে।
এছাড়া হালিশহর এলাকায় বিএসটিআই মোড়ক নিবন্ধন সনদ বিহীন মোড়কজাতকৃত পণ্য বিক্রয় এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্রের ব্যবহারের অপরাধে মেসার্স ফুড ভ্যালি, মা পোর্ল্ট্রি সেলস সেন্টার, জাবেদের গরুর মাংসের দোকান, মোহাম্মদীয়া মাংস বিতান, হোসেন স্টোর, আকিব চৌধুরী স্টোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।