নুপুর মার্কেটে হকারদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৩৩ পূর্বাহ্ণ

ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে হকারদের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। গত রাত পৌনে ১১ টায় নগরের নুপুর মার্কেটে এ ঘটনা ঘটে। এতে সম্মিলিত হকার ফেডারেশনের সভাপতি মিরন হোসেন মিলনসহ চারজন আহত হয়েছেন। এরমধ্যে মিলনসহ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অপর হকার হ”েছন জসীম শিকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেম্পু সমিতির একটি ব্যানার কেটে ফেলে নুপুর মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন। তার কাছে ব্যানার কাটার জানতে চান হকার নেতা মিলন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষ সেখানে বিক্ষোভ করে।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন দৈনিক আজাদীকে জানান, শাহাবুদ্দিন ও মিলনের মধ্যে ঝামেলা হয়েছে। মিলন আহত হয়েছে। কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস’া নিব।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ এখন অনেক ফ্রি
পরবর্তী নিবন্ধতিন মাসে সর্বোচ্চ মৃত্যু