নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলার ডুবে কনেসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, “আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে তারা মারা যান।” বিডিনিউজ
এ ঘটনায় এখনও ‘অনেক যাত্রী’ নিখোঁজ রয়েছে বলে জানালেও পুলিশ কোনো সংখ্যা বলতে পারেনি।
ওসি খায়ের বলেন, “কেয়ারিংচর থেকে অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে একটি ট্রলার নিঝুম দ্বীপের ডালচর যাচ্ছিল। পথে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে ডুবে যায়। স্থানীয়রা ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে।”
তাদের মধ্যে নববধূ, তিন মেয়ে শিশু ও দুই নারী রয়েছেন বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেনি।
তাছাড়া ট্রলার থেকে অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি খায়ের বলেন, “অন্যদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা কাজ করছে। ট্রলারের যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।”