১১ ডিসেম্বর ৬৯ এর গণ আন্দোলনে নিহত ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হারুনুর রশিদের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
কদম মোবারক মহল্লা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশারাফীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদের ছোট ভাই আব্বাস উদ্দীন ও আসাদ ইকবাল যুবরাজ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন কুতুব উদ্দীন আল আজাদ, নজরুল ইসলাম মোস্তাফিজ, এস এম শাহেদ উল্লাহ, মঞ্জুরুল আলম, মাওলানা একরাম হোসেন, মঞ্জুর হোসেন, মাওলানা আইয়ুবুর রহমান, হাফেজ মোহাম্মদ ইকবাল, বাবর মিয়া, দিদারুল আলম দিদার, আল আমিন, তোতা মিয়া, নাজিম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।