তবুও মানে না মায়ের মন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

নরপশুদের হাতে আদরের মেয়ে ফাতেমা আক্তার মীমের নৃশংস হত্যাকাণ্ড যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মা রাবেয়া বেগম। মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলেও তাকে হারানোর বেদনা যেন তিনি কিছুতেই ভুলতে পারছেন না। আকবরশাহ থানার চাঞ্চল্যকর এই মামলায় গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার আট আসামিকে ফাঁসির রায় দেন। রায় শেষে আদালতের এজলাস কক্ষ থেকে বেরিয়ে রাবেয়া জানান, এ রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দেয়ায় তিনি অনেক খুশি। তবে এসময় তাকে বারবার মূর্ছা যেতে দেখা যায়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সান্ত্বনা দেন। তারা বলেন, রায়ের মাধ্যমে আসামিদের শাস্তি নিশ্চিত হয়েছে ঠিকই, কিন্তু আদরের মীমকে তো আর ফিরে পাব না। আদালতে আসামিদের শাস্তি নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষও সন্তুষ্ট বলে জানান পিপি অ্যাডভোকেট এমএ নাসের।

পূর্ববর্তী নিবন্ধ‘বদি আমার বাবা’ ডিএনএ টেস্টের দাবি যুবকের
পরবর্তী নিবন্ধআট আসামির মৃত্যুদণ্ড