চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের চকরিয়ায় ডাম্পার (পিকআপ) ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে যাত্রীবাহী বাসের সবাই অক্ষত থাকলেও গুরুতর আহত হন ডাম্পারের সহকারী ও অপর এক শ্রমিক। তাদেরকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সেখানে ভর্তি হওয়ার পর পরই মারা যান একজন। অপরজন চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার সকাল এগারটার দিকে চট্টগ্রাম থেকে কঙবাজারগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস চকরিয়ার বানিয়ারছড়াস্থ ময়লার ডিপো এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ডাম্পারের (পিকআপ) সাথে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. আশিকুর রহমান (২১)। তিনি চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র এবং ডাম্পার গাড়ির সহকারী। আহত হন এবং গাড়ির শ্রমিক মো. মানিক (২২)। তিনিও একই এলাকার আবদুল আজিজের পুত্র।