অর্থ মন্ত্রণালয়, বিএইচবিএফসি ও চবির মধ্যে সমঝোতা স্বাক্ষর

গৃহ নির্মাণ ঋণ

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের যৌথ উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৬টায় এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। অনুষ্ঠানটিতে বিএইচবিএফসির পক্ষে সার্বিক বিষয়ে পেপার প্রেজেন্টেশন করেন মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সবার জন্য আবাসন নিশ্চিত করা প্রয়োজন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের মানসম্মত বাসস্থানের ব্যবস্থা করতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আশা করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের মানসম্মত বাসস্থানের ব্যবস্থা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া মোহনান্দ সেবা আশ্রমে ধর্মসভা
পরবর্তী নিবন্ধদেশপ্রেমিক বাঙালিরা জঙ্গি ও সন্ত্রাসীদের প্রতিহত করবে