ধীরে ধীরে শেষের দিকে চলে এসেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আর মাত্র চারটি ম্যাচ বাকি। এর পরই পাওয়া যাবে করোনা কালে শুরু এই টুর্নামেন্টের সেরার মুকুট উঠছে কার মাথায়। টুর্নামেন্টের শেষ দুইয়ের লড়াই শুরু হচ্ছে আজ। আজই মাঠে নামছে চারটি দল। সন্ধ্যা সাড়ে পাঁচটায় মাঠে গড়াবে পয়েন্ট তালিকার সবার উপরে থাকা দুই দল চট্টগ্রাম এবং খুলনার মধ্যকার কোয়ালিফায়ার-১ ম্যাচটি। এই ম্যাচে বিজয়ী দল চলে যাবে ফাইনালে। তবে পরাজিত দলেরও থাকবে ফাইনালে যাওয়ার সুযোগ। তার আগে বেলা সাড়ে ১২ টায় মাঠে গড়ানো পয়েন্ট তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা ঢাকা এবং বরিশালের মধ্যকার এলেমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচের বিজয়ী দলের সাথে আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে চট্টগ্রাম এবং খুলনা ম্যাচের পরাজিত দল। আর সে ম্যাচের বিজয়ী দল খেলবে ফাইনালে। তাই দুটি ম্যাচই আজ বেশ গুরুত্বপূর্ন চার দলের কাছে। পাঁচ দলের টুর্নামেন্ট এখন চার দলে। আজকের পর যা পরিণত হবে তিন দলে। এরপর দুই দল।
টুর্নামেন্টের প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার উপরে চট্টগ্রাম। আট ম্যাচের সাতটিতেই জিতেছে চট্টগ্রাম। অপরদিকে খুলনা তাদের আট ম্যাচের চারটিতে জিতেছে আর হেরেছে চারটিতে। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুবারই হেরেছে খুলনা চট্টগ্রামের কাছে। ফলে আজ তৃতীয়বারের মত খুলনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে চট্টগ্রাম নাকি প্রতিশোধ নিয়ে সবার আগে খুলনাই ফাইনালে যাবে সেটাই দেখার বিষয়। আরেক ম্যাচে মুখোমুখি হবে ঢাকা এবং বরিশাল। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে হেরে শুরু করেছিল ঢাকা। এরপর ফিরেছে জয়ের রাস্তায়। শেষ পর্যন্ত চার ম্যাচে জিতে ৮ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করে ঢাকা। অপরদিকে টুর্নামেন্টে শুরু থেকেই খোড়াতে থাকা বরিশাল দুর্দান্তভাবে শেষ ম্যাচে জিতে শেষ চার নিশ্চিত করে। প্রথম পর্বে দু দলের দুই মোকাবেলায় একটি করে ম্যাচ জিতেছে উভয়েই। তবে আজ অন্য এক লড়াই। আজকের ম্যাচে তামিমদের জন্য প্রথম পর্বের শেষ ম্যাচটি অনুপ্রেরনা যোগাবে তাতে কোন সন্দেহ নেই। আজকের ম্যাচটি ভিন্ন প্রেক্ষাপটে। কারন এখন নক আউট। এখানে পা পিছলালে বিদায়। অবশ্য জিতলেও অপেক্ষায় থাকতে হবে আরো একটি ম্যাচের। এখন দেখার বিষয় ঢাকা এবং বরিশালের লড়াইয়ে শেষ হাসি কে হাসে। তামিম নাকি মুশফিক।