চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ কর্মসূচি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চাক্তাই খাতুনগঞ্জ সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সঞ্চলনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আগে থেকেই নিজেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। তিনি বলেন মাস্ক পরিধান একটি সামাজিক সচেতনতা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৫ নং বঙিরহাট ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী হাজী নুরুল হক, চাক্তাই শিল্প ও বণিক সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদ, চাক্তাই আড়তদার সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ, মীর আহম্মদ সওদাগর, খোরশেদ আলম আলমগীর, দেবাশীষ দাশ গুপ্ত, অজয় দত্ত, নাজমুল হক রিপন, আবুল কাশেম প্রমুখ।