নগরীতে পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকার বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে। সুমি ওই এলাকার মো. সালাউদ্দিনের স্ত্রী। সালাউদ্দিন পেশায় একজন গাড়ি চালক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক হামিদ বলেন, বেলা ১১টার দিকে আশংকাজনক অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানান নায়েক হামিদ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমির স্বামীকে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।