বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধী সামগ্রী প্রদান

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল

| রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে সম্প্রতি করোনা প্রতিরোধী সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সুরক্ষা সামগ্রীতে ছিল পিপিই, এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস, ফেইস সিল্ড ও হ্যান্ড সেনিটাইজার। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষে উক্ত সামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকি, কোভিড-১৯ রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন জাফরুল্লাহ চৌধুরী, সেক্রেটারি লায়ন ডা. দেবাশিষ দত্ত, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও লিও ইসমাইল আলভি। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও চট্টগ্রামের নাজিরহাট, হাটহাজারী, রাউজান, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সেও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন জেলা গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ছয় মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবায়েজিদে গৃহবধূর আত্মহত্যা