লোহাগাড়ায় শফিক আহাম্মদ (৪৮) নামে ছয় মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিক আহাম্মদ একই ইউনিয়নের রহমানিয়া পাড়ার আবুল হাসেমের পুত্র। চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই এ.কে.এম ইউনুছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, অগ্নিসংযোগ ও মারামারিসহ ৬ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ২টি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আবদুল হালিম জানান, গ্রেপ্তার একাধিক মামলার আসামি শফিক আহাম্মদকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।