গুণগত মান অক্ষুণ্ন রেখে সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে নগরীর অভিজাত এলাকা ও আর নিজাম রোড আবাসিকে সিপিডিএল চারুকাব্য এর যাত্রা শুরু হয়েছে। দেশের আবাসন শিল্পে নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। গত শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মালিক জেবুন্নেছা বেগম এবং পরিবারবর্গ। আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ও আর নিজাম আ/এ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ ফিরোজ, বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
সিপিডিএলের এমডি অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলী, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল চারুকাব্যকে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ভূমি মালিকগণ তাদের বক্তব্যে সিপিডিএল এর ব্র্যান্ড আইডেন্টিটি ‘যথার্থমানে সঠিক সময়ে হস্তান্তর’ এর মাধ্যমে বসবাসকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।