সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সোচ্চার মিথিলা

| রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:২৪ পূর্বাহ্ণ

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুললেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিওতে সামাজিকমাধ্যমে ইদানীং ট্রোলিংয়ের আড়ালে চলতে থাকা অনলাইন হেনস্থা নিয়ে নিজের মতামত জানালেন তিনি। ১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিওতে মিথিলা বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরেন। তার কথায়, প্রত্যেকটি মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার ভাল লাগা, খারাপ লাগা এবং নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। মিথিলা মনে করেন, সেই সিদ্ধান্ত যদি অন্য কারও জীবনকে প্রভাবিত না করে, তা হলে তা নিয়ে চর্চা করাটাও সম্পূর্ণভাবে অবাঞ্ছনীয়।

তিনি বলেন, ‘কিন্তু আমরা অনেকেই আছি যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের বক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কুরুচিকর কথা বলতে দ্বিধা বোধ করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। ’ অন্যকে নিয়ে ভাবনা থামিয়ে, নিজেকে নিয়ে ভাবার বার্তাও দিয়েছেন তিনি। এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য অন্যের অনুভূতিকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন মিথিলা।

পূর্ববর্তী নিবন্ধটুটুলের সঙ্গে সিনেমার গানে আনিকা
পরবর্তী নিবন্ধগরম খাবার পৌঁছে দিচ্ছে রোবট