তারকাদের ব্যক্তিগত জীবন, বোধ ও চলন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের কমতি থাকে না। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন ভেঞ্চারে নেমেছেন নায়ক শাকিব খান। খুলেছেন নিজ নামে প্রথম ইউটিউব চ্যানেল। এর প্রথম কনটেন্ট হিসেবে গতকাল শনিবার বেলা ১২টায় প্রকাশ করেন একটি ভিডিও বার্তা। যেখানে তার সামপ্রতিক শুটিংয়ের কিছু দৃশ্যের পাশাপাশি স্থান পেয়েছে নিজের কিছু কথোপকথন।
মূলত এটি তৈরি হলো মুক্তি প্রতীক্ষিত ‘নবাব এলএল.বি’ ছবিকে ঘিরে। যাতে তিনি ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন ছবিটির গল্প নিয়ে। ছবিটি কেন দেখা দরকার সেটিও তুলে ধরেন। জানান, সিনেমা ও দেশের ভালোর জন্য তার অব্যাহত চেষ্টার কথা।
সমালোচকরা প্রশ্ন তুলতে পারেন, সেই তো সিনেমার বিজ্ঞাপনই হলো! এখানে ‘নিজস্ব’ আর কি থাকলো? জবাবে শাকিব খান বলেন, ‘এই চ্যানেলটি খোলার উদ্দেশ্যই হলো আমার নিজস্ব মতামত, প্রতিক্রিয়া, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন- এগুলো প্রকাশ করা। সিনেমার বাইরে তো আমি এক মুহূর্তও থাকি না। থাকতে পারি না, চাইও না। ফলে সিনেমার বাইরে তো আর বলার বা দেখার মতো আমার কাছে ব্যক্তিগত তেমন কিছু নেই। আমি যা দেখি, যা করি, যা ভাবি- সবটুকুই সিনেমার চোখ দিয়ে।’ শাকিব খানের অন্য ইউটিউব চ্যানেলের নাম এসকে ফিল্মস। যেখানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের কনটেন্ট আপলোড করা হয়। এর বাইরে তার দ্বিতীয় এবং স্বনামে খোলা একমাত্র চ্যানেলটির অভিষেক হলো এবার। এর বাইরে অন্য কোনও চ্যানেলের সঙ্গে সম্পর্ক নেই ঢাকাই নবাবের।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএল.বি’ মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর আই থিয়েটার অ্যাপ-এ। যার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে শাকিব খানের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।